মাধ্যমিক অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা - মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Questions and Answers

  • You MUST read the Linktaka Rules before making your first post otherwise you may get permanent warning points or a permanent Ban.

    Our resources on Linktaka Forum are AUTHENTIC and SAFE. This Website also help students for all types of Competitive Exams and studies. Our mission is all the subject information reach to students through Internet. All resources are double checked by our experts. We hope you enjoy our service as much as we enjoy offering them to you "Enjoy your presence on Linktaka".

অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা - মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Questions and Answers​

মাধ্যমিক বাংলা সাজেশন – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা সাজেশন – Madhyamik Bengali Asukhi Ekjon Questions and Answers : অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা সাজেশন ও অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। আপনারা যারা আগামী মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য বা মাধ্যমিক বাংলা – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | Madhyamik Bengali Suggestion PDF |WBBSE Class 10 Bengali Asukhi Ekjon Questions and Answers, Suggestion, Notes – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) Bengali Suggestion Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।


Asukhi Ekjon img.jpg



শ্রেণী​
দশম শ্রেণী (মাধ্যমিক)​
বিষয়​
মাধ্যমিক বাংলা​
কবিতা​
অসুখী একজন​
লেখক​
পাবলো নেরুদা​

[Post সম্পর্কে কোন পরামর্শ বা অনুরোধ বা অন্য কোন বক্তব্য থাকলে নীচে কমেন্ট বক্সে জানাতে পারো না হলে সরাসরি আমাকে মেসেজ করতে পারো]

আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি থেকে যদি আপনি লাভবান হন তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। যেকোন প্রশ্নের উত্তর জানতে এই ওয়েবসাইটি ফলো করুন এবং নিজেকে তথ্যসমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

MCQ | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer :


1. ‘ সে জানত না ‘ –’সে ‘ হল – (A) পরাজিত সৈনিক (B) কবিতার কথক (C) কবির ভালোবাসার জন (D) কবির মা
Answer : (C) কবির ভালোবাসার জন

2. ‘ অসুখী একজন ‘ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন ? (A) মানুষ (B) কুকুর (C) হরিণ । (D) বিড়াল
Answer : (B) কুকুর

3. অসুখী একজন ‘ কবি বারান্দার যে – বিছানাটিতে কবিতায় ঘুমিয়েছিলেন , সেটি ছিল – (A) জ্বলন্ত (B) উড়ন্ত (C) বাড়ন্ত (D) ঝুলন্ত
Ans: (D) ঝুলন্ত

4. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল – (A) গোলাপি (B) নীল (C) হলুদ (D) সবুজ
Ans: (A) গোলাপি

5. ‘ অসুখী একজন ‘ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল— (A) চিমনির (B) মশারির (C) বিছানার (D) বসার ঘরের
Ans: (D) বসার ঘরের

6. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন্ সময়ের ? (A) প্রাচীন কালের (B) আধুনিক সময়ের (C) বিংশ শতকের (D) মধ্যযুগীয় সময়ের
Ans: (A) প্রাচীন কালের

7. ‘ সে জানত না’— সে কী জানত না ? (A) কথক ফিরে আসবে (B) কথক আর কখনও ফিরে আসবে না (C) কথক কখন আসবে (D) কথক শীঘ্রই ফিরে আসবে
Answer : (B) কথক আর কখনও ফিরে আসবে না

8. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ক – টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ? (A) একটি (B) চারটি (C) দুটি (D) তিনটি
Answer : (A) একটি

9. অসুখী একজন ‘ কবিতাটির কবি হলেন – (A) মানেজ (B) রোকে ডালটন (C) লেওজেল রুগমা (D) পাবলো নেরুদ
Ans: (D) পাবলো নেরুদ

10. ‘ অসুখী একজন ‘ কবিতাটির তরজমা করেন – (A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (B) নবারুণ ভট্টাচার্য (C) উৎপলকুমার বসু (D) শুভাশিষ ঘোষ
Ans: (B) নবারুণ ভট্টাচার্য

11. ‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় (B) পৃথিবীর শেষ কমিউনিস্ট (C) বিদেশি ফুলে রক্তের ছিটে (D) ফ্যাতাড়ুর কুম্ভীপাক
Ans: (C) বিদেশি ফুলে রক্তের ছিটে

12. পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান— (A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে (B) সোভিয়েত – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে (C) ইংরেজি – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে (D) জার্মান – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
Ans: (A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

13. পাবলো নেরুদা ছিলেন – (A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ (B) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ (C) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী (D) জার্মান কবি ও চিত্রকর
Ans: (A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

14. ‘ অসুখী একজন ‘ কবিতাটি পাবলো নেরুদার কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) The Captain’s Verse (B) The Yellow Heart (C) Still Another Day (D) Extravagaria
Ans: (D) Extravagaria

15. অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল – (A) দরজায় (B) ছাদে (C) বারান্দায় (D) রাস্তায়
Ans: (A) দরজায়

16. ‘ অসুখী একজন ‘ কবিতায় শিশু আর বাড়িরা -(A) খুন হল (B) হারিয়ে গেল (C) বেঁচে রইল (D) জেগে রইল ।
Answer : (A) খুন হল

17. ‘ অসুখী একজন ‘ কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কী হল না ? (A) অসুখ হল না (B) মৃত্যু হল না (C) খুন হল না (D) জ্বলে গেল না
Answer : (B) মৃত্যু হল না

18. ‘ অসুখী একজন ‘ কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল ? (A) ভূমিকম্পে (B) ধসে (C) আগুনে (D) বন্যায়
Answer : (C) আগুনে

19. ‘ অসুখী একজন ‘ কবিতায় দেবতাদের চেহারা ছিল – (A) শান্ত – হলুদ (B) লাল – নীল (C) অশান্ত – নীল (D) ধীর – হলুদ
Answer : (A) শান্ত – হলুদ

20. ‘ অসুখী একজন ‘ কবিতায় শান্ত – হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল ? (A) একশো ( B) দু – হাজার (C) পাঁচশো (D) হাজার
Answer : (D) হাজার

21. ‘ অসুখী একজন ‘ কবিতায় শান্ত – হলুদ দেবতারা কীভাবে মন্দির থেকে উলটে পড়ল ? (A) টুকরো টুকরো হয়ে (B) গুঁড়োগুঁড়ো হয়ে (C) অর্ধেক হয়ে (D) ভেঙে ভেঙে
Answer : (A) টুকরো টুকরো হয়ে

22. তারা আর স্বপ্ন দেখতে পারল না । কারা স্বপ্ন দেখতে পারল না ? (A) দেবতারা (B) শয়তানরা (C) মানুষেরা (D) যক্ষরা
Answer : (A) দেবতারা

23. ‘ তারপর যুদ্ধ এল - (A) রক্তের সমুদ্রের মতো । ‘ (B) আগ্নেয়পাহাড়ের মতো (C) পাহাড়ের আগুনের মতো (D) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো
Answer : (D) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

24. ‘রক্তের এক _____ মত ।’ (A) ধসের (B) গিরিখাতের (C) আগ্নেয়পাহাড়ের (D) গিরিখাতের
Answer : (C) আগ্নেয়পাহাড়ের

25. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন্ সময়ের ? (A) প্রাচীন কালের (B) আধুনিক সময়ের (C) বিংশ শতকের (D) মধ্যযুগীয় সময়ের
Answer : (A) প্রাচীন কালের

26. ‘ সব _____ হয়ে গেল , জ্বলে গেল আগুনে । ‘(A) চূর্ণ (B) বিচূর্ণ (C) শক্ত (D) চুরমার
Answer : (A) চূর্ণ

27. ‘ অসুখী একজন ’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল – (A) কাঠকয়লা (B) সাপ (C) কয়লা (D) আগুন
Answer : (A) কাঠকয়লা

28. ‘ দোমড়ানো লোহা , মৃত মূর্তির বীভৎস / মাথা(A) রুপোর (B) সোনার (C) মাটির (D) পাথরের
Answer : (D) পাথরের

29. ‘ অসুখী একজন ‘ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল— (A) কালো (B) হলুদ (C) লাল (D) সবুজ
Answer : (A) কালো

30. ‘ অসুখী একজন ‘ কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত , সে হল -(A) কবি (B) ডাকপিয়োন (C) তুমি (D) তোমরা
Answer : (A) কবি

31. ‘ অসুখী একজন ‘ কবিতাটির কবি হলেন – (A) মানেজ (B) রোকে ডালটন (C) লেওজেল রুগমা (D) পাবলো নেরুদ
Answer : (D) পাবলো নেরুদ

32. ‘ অসুখী একজন ‘ কবিতাটির তরজমা করেন – (A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (B) নবারুণ ভট্টাচার্য (C) উৎপলকুমার বসু (D) শুভাশিষ ঘোষ
Answer : (B) নবারুণ ভট্টাচার্য

33. ‘ অসুখী একজন ‘ কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল ?(A) মেয়েটি (B) বন্ধুটি (C) কবি (D) ভাইটি
Answer : (A) মেয়েটি

34. ‘ অসুখী একজন ‘ কবি বারান্দার যে – বিছানাটিতে কবিতায় ঘুমিয়েছিলেন , সেটি ছিল – (A) জ্বলন্ত (B) উড়ন্ত (C) বাড়ন্ত(D) ঝুলন্ত
Answer : (D) ঝুলন্ত

35. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল – (A) গোলাপি (B) নীল (C) হলুদ (D) সবুজ
Answer : (A) গোলাপি

36. ‘ অসুখী একজন ‘ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল— (A) চিমনির (B) মশারির (C) বিছানার(D) বসার ঘরের
Answer : (D) বসার ঘরের

37. ‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় (B) পৃথিবীর শেষ কমিউনিস্ট (C) বিদেশি ফুলে রক্তের ছিটে (D) ফ্যাতাড়ুর কুম্ভীপাক
Answer : (C) বিদেশি ফুলে রক্তের ছিটে

38. পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান—(A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে(B) সোভিয়েত – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে (C) ইংরেজি – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে (D) জার্মান – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
Answer : (A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

39. পাবলো নেরুদা ছিলেন -(A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ(B) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ(C) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী(D) জার্মান কবি ও চিত্রকর
Answer : (A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

40. ‘ অসুখী একজন ‘ কবিতাটি পাবলো নেরুদার কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) The Captain’s Verse(B) The Yellow Heart (C) Still Another Day (D) Extravagaria
Answer: (D) Extravagaria

41. অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল – (A) দরজায় (B) ছাদে (C) বারান্দায় (D) রাস্তায়
Answer : (A) দরজায়

42. পাবলো নেরুদার প্রকৃত নাম হল -(A) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো (B) রিকার্দো বাসওআলতো (C) রেয়েন্স রিকার্দো নেকতালি বাসোয়ালতো (D) পল ভেরলেইন নেরুদা
Answer : (A) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো

43. ‘ অসুখী একজন ’ কবিতায় কে হেঁটে চলে গেল ? (A) গল্পের কথক (B) একজন সৈনিক(C) একটি কুকুর(D) গির্জার এক নান
Answer : (D) গির্জার এক নান

44. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?(A) ঘাস (B) তরুলতা (C) গাছ (D) শস্য
Answer : (A) ঘাস

45. ‘ অসুখী একজন ’ কবিতায় একটার – পর – একটা বছর কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন ?(A) পাথরের মতো (B) জলের মতো(C) ফুলের মতো (D) গানের মতো
Answer : (A) পাথরের মতো

46. বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল ?(A) রাস্তার ধুলো(B) রক্তের দাগ(C) কথকের পায়ের দাগ(D) কাঠকয়লার দাগ
Answer : (C) কথকের পায়ের দাগ

47. ‘ তারপর যুদ্ধ এল’- ‘ যুদ্ধ এল ‘ – র অর্থ—(A) যুদ্ধ শেষ হল (B) যুদ্ধ শুরু হল (C) যুদ্ধ হবে এমন(D) যুদ্ধ চলাকালীন অবস্থায়
Answer : (C) যুদ্ধ হবে এমন


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer :


1. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ পাথরের মতো ” বলতে কী বোঝাতে চেয়েছেন ?
Ans: পাবলো নেরুদা তাঁর ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য তাঁর প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন ।

2. ‘ সেখানে ছড়িয়ে রইল — কী ছড়িয়ে ছিল ?
Answer : নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতানুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে ছিল কাঠকয়লা , দোমড়ানো লোহা , মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ ।

3. ‘ হেঁটে গেল গির্জার এক নান- ‘ নান ‘ কাদের বলা হয় ?
Answer : গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের ‘ নান ‘ বলা হয় ।

4. ‘ অসুখী একজন ‘ কবিতাটির অনুবাদক কে ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য ।

5. ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধের ছবিটি কীভাবে ফুটে উঠেছে ।
Answer : কবি পাবলো নেরুদা ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয়পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন ।

6. ” সেই মেয়েটির মৃত্যু হলো না । – কোন্ মেয়েটির ?
Answer : নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির জন্য তাঁর স্ববাসভূমিতে অপেক্ষারতা মেয়েটির ভয়াবহ যুদ্ধেও মৃত্যু হল না ।

7. ‘ সেই মিষ্টি বাড়ি , সেই বারান্দা — সেই বারান্দাটির পরিচয় দাও ।
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা ; যেখানে তিনি একদা ঘুমিয়েছিলেন ।

8. ‘ তারপর যুদ্ধ এল — যুদ্ধ আসার ফল কী হয়েছিল ?
Answer : নং প্রশ্নের উত্তর দ্যাখো ।

9. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির স্বপ্নবিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির স্মৃতিবিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ , ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে ।

10. ‘ অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় , যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে , গুঁড়িয়ে , আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল ।
11. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কী ধ্বংসের উল্লেখ পাওয়া যায় ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায় ।

12. ‘ অসুখী একজন ’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কী কী ছড়িয়ে রইল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় যেখানে শহর ছিল , সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা , দোমড়ানো লোহা , মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ ।

13. ‘ তারপর যুদ্ধ এল — যুদ্ধ এল কীসের মতো ?
Answer : নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতা অনুসারে ‘ রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো ‘ যুদ্ধ এসেছিল । অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ ।

14. ‘অসুখী একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে চিরদিনের জন্য বহুদুরের কোনো এক অজ্ঞাত স্থানে চলে গেলেন ।

15. অসুখী একজন ’ কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন ?
Answer : পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন ।

16. ‘ অসুখী একজন ’ কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?
Answer : পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে , তার মনের মানুষ আর কখনও ফিরে আসবে না ।

17. ‘ অসুখী একজন ’ কবিতায় কবির / কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজজীবনের নিজের গতিতে চলার কী কী অনুষঙ্গ কবিতায় উল্লিখিত আছে ?
Answer : নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজজীবনের আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হল — ‘ একটি কুকুর চলে গেল , হেঁটে গেল গির্জার এক নান ‘ ।

18. ‘ অসুখী একজন ’ কবিতায় কবির পায়ের দাগ কীসে ধুয়ে গিয়েছিল ?
Answer : নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল । স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত হয়েছে ।

19. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ‘ ঘাস ’ জন্মানোর কথা বলেছেন । সময়ের সঙ্গে স্মৃতির ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে । ২. নেমে এল তার মাথার ওপর ।

20. কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে ?
Answer : পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এল ।

21. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ পাথরের মতো ” বলতে কী বোঝাতে চেয়েছেন ?
Answer : পাবলো নেরুদা তাঁর ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য তাঁর প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন ।

22. তারপর যুদ্ধ এল — কোন কবিতার লাইন ? ‘ যুদ্ধ এল – এর অর্থ কী ?
Answer : তারপর যুদ্ধ এল ’ — এটি ‘ অসুখী একজন ‘ কবিতার পক্তি । এখানে ‘ যুদ্ধ এল ‘ বলতে বোঝানো হয়েছে , কথকের দেশে যুদ্ধ শুরু হল । আর মানুষ , শহর ও জনপদ সব জ্বলেপুড়ে ছারখার হয়ে গেল ।

23. ‘ অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কীভাবে ফুটে উঠেছে ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে — ‘ রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো । অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি ।

24. শিশু আর বাড়িরা খুন হলো।- ‘ শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ?
Answer : উত্তর ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি যুদ্ধে , শিশু ও বাড়িদের খুন বা হওয়ার কথা বলেছেন । শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না , ধূলিসাৎ হয় মানুষের আশ্রয় ।

25. ‘ অসুখী একজন ‘ কবিতায় উল্লিখিত যুদ্ধে অপেক্ষাতুরা মেয়েটির কী হল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় উল্লিখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা ে অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল , সেই অপেক্ষাতুরা মেয়েটি ।

26. ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধে সমতলের কী অবস্থা হয়েছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে । আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে – পুড়িয়ে ছারখার করল ।

27. অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ শান্ত – হলুদ ‘ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন । এখানে ‘ শাস্ত – হলুদ ‘ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে ।

28. ‘ অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কী করছিল বলে উল্লেখ পাওয়া যায় ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় শাস্ত – হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল বলে কবি উল্লেখ করেছেন , যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই ফুটিয়ে তুলেছে ।

29. ‘ অসুখী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়েছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়েছিল ।

30. ‘ সেই মেয়েটির মৃত্যু হলো না । -কেন মেয়েটির মৃত্যু হল না ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধ , মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না । কারণ ভালোবাসা অবিনাশী । তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে ।

31. ‘ আমি তাকে ছেড়ে দিলাম — ‘ আমি ’ কে ?
Answer : নবারুণ ভট্টাচার্য অনূদিত পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ’ কবিতায় ‘ আমি ‘ বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন ।

32. কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান , সেদিন তাঁর প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল ।

33. কথকের অপেক্ষায় কে , কোথায় দাঁড়িয়েছিল ?
Answer : প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল ।

34. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি কেমন ছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্নবিজড়িত । অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব – কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে ।

35. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল ?
Answer : ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির মধুর স্মৃতিবিজড়িত মিষ্টি বাড়িতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল ।


 

Latest resources

AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock