WBCS সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2025
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) etc. পরীক্ষা 2025-এর জন্য নতুন প্যাটার্ন এবং সিলেবাস তৈরি করা হয়েছে। এই পরিবর্তিত WBCS পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী WBCS (এক্সিকিউটিভ) etc পরীক্ষা, 2025 পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ 2025 সালের জন্য WBCS পরীক্ষার সিলেবাস আলোচনা করা কয়েছে।

WBCS সিলেবাস 2025: ওভারভিউ | |
নিয়োগ সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন(WBPSC) |
পরীক্ষার নাম | ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) |
যোগ্যতা | গ্রাজুয়েশন |
নির্বাচন প্রক্রিয়া | প্রিলিমস-মেইনস এবং ইন্টারভিউ |
অফিসিয়াল ওয়েবসাইট | Public Service Commission,WB![]() |
WBCS প্রিলিমিস সিলেবাস 2025
WBCS প্রিলিমিস সিলেবাস 2025 অনুযায়ী পরীক্ষায় দুটি পেপার থাকবে, যেগুলি হল- “General Studies Paper-I” এবং “General Studies Paper-II” এবং দুটি পেপারে 200 টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটি পেপারে মোট 200 নম্বর করে বরাদ্দ থাকবে এবং সময়সীমা প্রত্যেকটি পেপারে 2 ঘন্টা থাকবে। General Studies Paper-II-এ কোয়ালিফাই করার জন্য 33% নম্বর পেতে হবে। পরীক্ষার্থীদের উভয় পেপারেরই উত্তীর্ণ হতে হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শুধুমাত্র মেইন পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ করা হবে না। নিচে সিলেবাস বিস্তারিত দেখুন।
General Studies Paper-I- English Composition
- General Science
- Current Events of National and International Importance
- History of India
- Geography of India with special reference to West Bengal
- Indian Polity and Economy
- Indian National Movement
- General Mental Ability
- Comprehension
- Interpersonal skills including communication skills
- Logical reasoning and analytical ability
- Decision making and problem solving
- General mental ability
- Basic numeracy(number and their relations, orders of magnitude, etc.), Data interpretation(charts, graphs, tables, data sufficiency etc.)-Class X level
WBCS প্রিলিমিস পরীক্ষার প্যাটার্ন 2025
WBCS প্রিলিমিস সিলেবাস 2025 অনুযায়ী পরীক্ষায় দুটি পেপার থাকবে, যেগুলি হল- “General Studies Paper-I” এবং “General Studies Paper-II” এবং প্রত্যেকটি পেপারে 100 টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটি পেপারে মোট 200 নম্বর করে বরাদ্দ থাকবে এবং সময়সীমা প্রত্যেকটি পেপারে 2 ঘন্টা থাকবে। General Studies Paper-II-এ কোয়ালিফাই করার জন্য 33% নম্বর পেতে হবে। পরীক্ষার্থীদের উভয় পেপারেরই উত্তীর্ণ হতে হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শুধুমাত্র মেইন পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ করা হবে না।
পেপার | প্রশ্নের সংখ্যা | নম্বর | সময় |
General Studies Paper-I | 100 | 200 | 2 ঘন্টা |
General Studies Paper-II | 100 | 200 | 2 ঘন্টা |
- প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে।
WBCS মেইনস সিলেবাস 2025
WBCS মেইনস পরীক্ষা হল WBCS পরীক্ষার মূল পর্ব । এখানে দশটি কনভেনশনাল পেপার থাকবে। Bengali/Nepali-পেপার ‘A’ এবং English-পেপার ‘B’-প্রত্যেকটি পেপারে মোট 300 নম্বর থাকবে।
পেপার I থেকে পেপার VIII পর্যন্ত কম্পালসারি পেপার এবং প্রত্যেকটি কম্পালসারি ও অপশনাল পেপার 250 নম্বররের হবে, এক একটি পেপারের জন্য 3 ঘণ্টা করে সময় বরাদ্দ রয়েছে।
গ্রুপ C এবং গ্রুপ D পোস্টের জন্য প্রার্থীদের পেপার VII এবং VIII- এ পাস করতে হবে।
পেপার I থেকে পেপার VIII পর্যন্ত কম্পালসারি পেপার এবং প্রত্যেকটি কম্পালসারি ও অপশনাল পেপার 250 নম্বররের হবে, এক একটি পেপারের জন্য 3 ঘণ্টা করে সময় বরাদ্দ রয়েছে।
গ্রুপ C এবং গ্রুপ D পোস্টের জন্য প্রার্থীদের পেপার VII এবং VIII- এ পাস করতে হবে।
- Bengali/Nepali
- English
- English Essay and composition
- Tradition and Culture of Bengala. Cultural aspects of Bengalb. Art forms including Folk Art and Music of Bengalc. Literature of Bengald. Architecture Heritage of Bengal
- General Studies-I
- General Studies-II
- General Studies-III(Indian Economy including role and functions of the RBI-Central State relation and devolution of central funds to state, planning process and objectives of five years plan, functions of RBI and monetary policy, central finance commission and state finance commission and fiscal policy of government of India)
- General Studies-IV(Arithmetic and Test of reasoning), Test of reasoning: Data sufficiency, Logical Reasoning( Logical Deduction, Letter Series, Inferring from Data, Analogy tests, Symbol Interpretation, Mathematical puzzles, Odd man out, perception test, Non-verbal reasoning, Selecting the correct sequence.)
- Optional Subject-Paper-1
- Optional Subject-Paper-2
WBCS মেইনস পরীক্ষার প্যাটার্ন 2025
লিখিত পরীক্ষা নিম্নলিখিত পেপার এবং পরীক্ষার প্যাটার্নে অনুষ্ঠিত হবে।- প্রতিটি পেপারের জন্য 3 ঘন্টা সময় থাকবে
পেপার | বিষয় | নম্বর |
পেপার-A | Bengali/Nepali | 300 |
পেপার-B | English | 300 |
পেপার-I | English Essay and composition | 250 |
পেপার-II | Tradition and Culture of Bengal a. Cultural aspects of Bengal b. Art forms including Folk Art and Music of Bengal c. Literature of Bengal d. Architecture Heritage of Bengal | 250 |
পেপার-III | General Studies-I | 250 |
পেপার-Iv | General Studies-II | 250 |
পেপার-v | General Studies-III | 250 |
পেপার-vI | General Studies-IV | 250 |
পেপার-vII | Optional Subject-Paper-I | 250 |
পেপার-vIII | Optional Subject-Paper-2 | 250 |
- প্রশ্নপত্র কনভেনশনাল টাইপের হবে।
- কম্পালসারি বা অপশনাল যাই পেপার হোক না কেন সব পেপারের উত্তর ইংরেজিতে বা বাংলায় লিখতে হবে।
- গ্রুপ ‘A’ এবং ‘B’ সার্ভিস এবং পোস্ট:গ্রুপ ‘A’ এবং ‘B’ সার্ভিস এবং পোস্টের জন্য10টি কম্পালসারি পেপার এবং একটি অপশনাল বিষয় যা দুটি পেপার নিয়ে গঠিত, সেটি লিখতে হবে।
- গ্রুপ ‘C’ এবং ‘D’ সার্ভিস এবং পোস্ট:10টি কম্পালসারি পেপার লিখতে হবে।
- পেপার-I থেকে পেপার-VIII-এর নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ করা হবে।
WBCS ইন্টারভিউ মার্কস 2025
WBCS গ্রুপ ‘A’ এবং WBCS গ্রুপ ‘B’ এর ইন্টারভিউ এর মোট নম্বর থাকে 200 নম্বর করে। অন্যদিকে WBCS গ্রুপ ‘C’ এর থাকে মোট 150 নম্বর এবং WBCS গ্রুপ ‘B’ এর থাকে 100 নম্বর করে। এই নম্বরটি WBCS মেইনস এর নম্বরের সাথে যুক্ত হয়ে ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশিত হবে।
i)গ্রুপ ‘A’ & ‘B’ 200 মার্কস
(ii) গ্রুপ ‘C’ 150 মার্কস
(iii) গ্রুপ ‘D’ 100 মার্কস
মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের প্রশ্নপত্র/বিষয় এবং নম্বরের টেবিল
কম্পালসারি পেপার | গ্রুপ ‘A’ | গ্রুপ ‘B’ | গ্রুপ ‘C’ | গ্রুপ ‘D’ |
English Essay and Composition | 250 | 250 | 250 | 250 |
Tradition and Culture of Bengal | 250 | 250 | 250 | 250 |
General Studies-I | 250 | 250 | 250 | 250 |
General Studies-II | 250 | 250 | 250 | 250 |
General Studies-III | 250 | 250 | 250 | 250 |
General Studies-IV | 250 | 250 | 250 | 250 |
General Subject Paper-I | 250 | 250 | -------- | -------- |
General Subject Paper-II | 250 | 250 | -------- | -------- |
Personality Test | 200 | 200 | 150 | 100 |
মোট নম্বর | 2200 | 2200 | 1650 | 1600 |