মাধ্যমিক Madhyamik History Suggestion 2025: মাধ্যমিক ইতিহাস সাজেশন

  • You MUST read the Linktaka Rules before making your first post otherwise you may get permanent warning points or a permanent Ban.

    Our resources on Linktaka Forum are AUTHENTIC and SAFE. This Website also help students for all types of Competitive Exams and studies. Our mission is all the subject information reach to students through Internet. All resources are double checked by our experts. We hope you enjoy our service as much as we enjoy offering them to you "Enjoy your presence on Linktaka".

Madhyamik History Suggestion 2025: মাধ্যমিক ইতিহাস সাজেশন​

যেসকল ছাত্রছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য Linktaka এর তরফ থেকে সমস্ত বিষয়ের সাজেশন সিরিজ শুরু করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন পড়ুয়াদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই সাজেশন গুলি পড়লে ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে খুব ভালো নাম্বার পাবে।

এই প্রতিবেদনের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রশ্নের সাজেশন সহ ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দেওয়া হয়েছে এবং সবশেষে সম্পূর্ণ সাজেশনের pdf ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে।

Madhyamik History Suggestion 2025
Madhyamik History Suggestion 2025
বিষয়
ইতিহাস
পিডিএফ ফাইল
নীচে দেওয়া হয়েছে

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন কাঠামো ২০২৫ (Madhyamik History Question Pattern 2025)

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ ( Madhyamik History Suggestions 2025)

অধ্যায়ভিত্তিক দুই নম্বরের প্রশ্ন (2 marks Short Question)


প্রথম অধ্যায়
১) নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
২) ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন?
৩) নারীর ইতিহাস গুরুত্ব লেখ?
৪) নিম্নবর্গের ইতিহাস কাকে বলে?
৫) ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি?

দ্বিতীয় অধ্যায়
১) নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়?
২) ব্রাহ্মসমাজ এর দুটি সংস্কার লেখ?
৩) নারী শিক্ষায় রাধাকান্ত দেব এর ভমিকা কি?
৪) শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কি?
৫) কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
৬) উডের প্রতিবেদন কি? দুটি সুপারিশ লেখ?
৭) ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন?
৮) মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
৯) তিন আইন কী?

তৃতীয় অধ্যায়
১) বিপ্লব বলতে কী বোঝো?
২) মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি?
৩) খুৎকাঠি প্রথা কি?
৪) নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়?
৫) কেনারাম ও বেচারাম কী?
৬) তিতুমীর স্মরণীয় কেন?

চতুর্থ অধ্যায়
১) মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখ।
২) ইলবার্ট বিল কি?
৩) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি?
৪) হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়?
৫) কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন?
৬) ভারতমাতা চিত্রটির বিষয়বস্তু কি?
৭) জমিদার সভা কবে কেন গঠিত হয়?
৮) উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন?

পঞ্চম অধ্যায়
১) শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।
২) ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল?
৩) জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়?
৪) পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
৫) কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন?
৬) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য?
৭) রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি?

ষষ্ঠ অধ্যায়
১) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
২) ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?
৩) ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল?
৪) বাবা রামচন্দ্র কে ছিলেন?
৫) তিন কাঠিয়া প্ৰথা কি?
৬) কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ?
৭) বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি?

সপ্তম অধ্যায়
1) দলিত কাদের বলা হয়?
2) অলিন্দ যুদ্ধ কি?
3) মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
4) কার্লাইল সার্কুলার কি?
5) প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন?
6) এন্টি সার্কুলার সোসাইটি কি?
7) বাংলায় নমঃশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল?

অষ্টম অধ্যায়
1) পট্টি শ্রীরাম আলু কে ছিলেন?
2) আজাদ কাশ্মীর কি?
3) দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো?
4) স্মৃতিকভাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
5) ১৯৫০ সালে কেন নেহরু লিয়াক‍ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

4 Marks: মাধ্যমিক ইতিহাস মাঝারি প্রশ্ন সাজেশন

১) ইতিহাসের ধারণা
  • ১) আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর / জীবনস্মৃতি / জীবনের ঝরাপাতা এর গুরুত্ব লেখ? অথবা, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর গুরুত্বপূর্ণ কেন?​
  • ২) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা?​
  • ৩)ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা গুরুত্ব লেখ? **​
  • ৪) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখ? **​
  • ৫) টীকা লেখো – নারী ইতিহাস চর্চা। অথবা, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি?​
  • ৬) টীকা লেখো :- সোমপ্রকাশ পত্রিকা / ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকা গুরুত্বপূর্ণ কেন?​
২) সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
  • ১) নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। *** / ঊনবিংশ শতাব্দীর সমাজসংস্কার ও শিক্ষাবিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।​
  • ২) বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব।***​
  • ৩) হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। ***​
  • ৪) আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা।***​
  • ৫) উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি?​
  • ৬) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। অথবা, স্বামীজীর নব্য বেদান্তবাদ ব্যাখ্যা করো।​
  • ৭) শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্ব-ধর্ম-সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো।​
  • ৮) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কি ছিল?​
  • ৯) ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো।​
৩) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
  • 1) 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন?***​
  • 2) নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। ***​
  • 3) ঔপনিবেশিক অরণ্য আইন কী? ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে এ আইন প্রণয়ন করেছিল? ***​
  • 4) টীকা লেখো :- কোল বিদ্রোহ।​
৪) সংঘবদ্ধতার গোড়ার কথা
  • ১) আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়?/ ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল? ***
  • ২ ) ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?***​
  • ৩) গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন?***​
  • ৪) মহারানীর ঘোষণাপত্ৰ (টিকা)***​
  • ৫) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব?**​
  • ৬) ১৮৫৭ সালের বিদ্রোহকে কী সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়?​
  • ৭) টীকা লেখো :- হিন্দু মেলা।​
  • ৮) ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা লেখো।​
  • ৯) ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রের ভূমিকা কি ছিল?​
৫) বিকল্প চিন্তা ও উদ্যোগ
  • 1) বসু বিজ্ঞান মন্দির (টিকা) ***
  • 2) ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি?***​
  • 3) কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনষ্টিটিউট (BTI) এর ভূমিকা।**​
  • 4) বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর অবদান। **​
  • 5) বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র সরকারের ভূমিকা কি ছিলো?​
  • 6) ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে ‘শ্রীরামপুর মিশন প্রেসের’ কী পরিচয় পাওয়া যায় লেখো।​
  • 7) বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কি ছিল?​
  • 8) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও।​
৬) বিশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
  • ১) ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি (টিকা)***
  • ২) মিরাট ষড়যন্ত্র মামলা (টিকা) ***​
  • ৩) বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। ***​
  • ৪) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ।**​
  • ৫) একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো।*​
৭) বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন
  • 1) দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টীকা লেখ।**​
  • 2) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ কর।** | ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো।​
  • 3) বাংলার নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে লেখ। ***​
  • 4) অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি? **​
  • ৫) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিলো?​
৮) উত্তর-ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947- 1964)
  • 1) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? ***​
  • 2) JVP কমিটি টীকা লেখ। **​
  • 3) নেহেরু লিয়াকত চুক্তি কি? ***​
  • 4) দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা (টিকা লেখ) **​
  • 5) হায়দ্রাবাদের ভারত ভুক্তি কিভাবে হয়েছিল?​
  • ৬) জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?​
  • 7) দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে সরদার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কি ছিল?​

অতিরিক্ত (Extra)

  1. ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতা/ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।​
  2. উনিশ শতকের সমাজসংস্কারের প্রেক্ষিতে সতীদাহপ্রথা-বিরোধী আন্দোলন ও বিধবাবিবাহ প্রচলনের আন্দোলন দুটির তাৎপর্য বিশ্লেষণ করো।​
  3. নব্যবঙ্গ গোষ্ঠী কীভাবে উনিশ শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল?​
  4. ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।​
  5. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।​
  6. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের প্রকৃতি ও চরিত্র মূল্যায়ন করো।​
  7. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?​

Map Pointing: ইতিহাস মানচিত্র সাজেশন গুরুত্বপূর্ণ জায়গা

বিদ্রোহের এলাকা
কোল/ মুন্ডা / সন্ন্যাসী-ফকির / চুয়াড় / নীল / ভীল /ফরাজী
বিদ্রোহের একটি কেন্দ্র (নাম সহ)
নীল / মুন্ডা / সন্ন্যাসী-ফকির / ফরাজি
মহাবিদ্রোহের কেন্দ্র
ঝাঁসি / দিল্লি / কানপুর / ব্যারাকপুর, অযোধ্যা, লক্ষ্ণৌ
দেশীয় রাজ্য
কাশ্মীর, জুনাগড়
পুনর্গঠিত রাজ্য
গুজরাট / মহারাষ্ট্র / পাঞ্জাব
কবিগুরুর বিকল্প শিক্ষাক্ষেত্র
বোলপুর (শান্তিনিকেতন)
বাংলার প্রথম ছাপাখানা
চুঁচুড়া
মহারানির ঘোষণাপত্রের প্রকাশ স্থান
এলাহাবাদ
প্রথম ভাষাভিত্তিক রাজ্য
অন্ধ্রপ্রদেশ

(৮ মার্কস) মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন সাজেশন (Madhyamik History Descriptive Answer Type Question)

1. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অথবা,
2. উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কি? 5+3
3. টিকা লেখো – নীল বিদ্রোহ: কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট।
4. মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দের) চরিত্র বিশ্লেষণ করো।
5. ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, টীকা লেখো :– বাংলায় কারিগরি শিক্ষা বিস্তার।
6. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি সম্পর্কে একটি টীকা লেখো।
7. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
8. উনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল?

অতিরিক্ত (Extra)

  1. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।​
  2. বাংলার নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।​
  3. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?​
প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ছিল তোমাদের জন্য ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন! তোমাদের আরো কয়েকটা কথা বলি, ইতিহাসে যখন উত্তর লিখবে কিছু প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে তোমাদের আনকমন মনে হবে, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে দেখলে জানবে যে তোমার উত্তর জানা রয়েছে। তাই কোন প্রশ্ন ছেড়ে আসবে না যতটুকু জানো সেই বিষয়ে বা সেই বিষয় সম্পর্কিত সেগুলো নিজের ভাষায় লিখে দেবে। পয়েন্ট করে লিখবে যে জায়গায় হেডলাইন আন্ডারলাইন করা যাবে সেগুলো দেবে।

বড় প্রশ্ন লেখার সময় সালগুলো মনে রেখে সেগুলো দেবে। খ্রিস্টাব্দ তারিখ মনে রাখার সহজ করার জন্য আমরা ইতিমধ্যেই একটা অধ্যায় ভিত্তিক লিস্ট পিডিএফ পাবলিশ করেছি তোমরা যারা ওটা সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করে নিও।
 

Latest resources

AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock