West Bengal Class 6 Bengali Second Unit Test Question | WBBSE Class 6th Bengali 2nd Unit Test Suggestion | ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র
Class 6 Bengali Second Unit Test Question – এখানে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।
Class 6 Bengali Second Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
[Post সম্পর্কে কোন পরামর্শ বা অনুরোধ বা অন্য কোন বক্তব্য থাকলে নীচে কমেন্ট বক্সে জানাতে পারো না হলে সরাসরি আমাকে মেসেজ করতে পারো]
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি থেকে যদি আপনি লাভবান হন তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। যেকোন প্রশ্নের উত্তর জানতে এই ওয়েবসাইটি ফলো করুন এবং নিজেকে তথ্যসমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
শ্রেণী (Class) | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণী (West Bengal Class 6th) |
পরীক্ষা (Exam) | দ্বিতীয় ইউনিট টেস্ট (2nd / Second Unit Test) |
বিষয় (Subject) | বাংলা (Bengali) |
পূর্ণমান (Marks) | ২৫ নম্বর (25 Marks) |
সময় (Time) | ৫০ মিনিট (50 Minute) |
Dayer Bazar Vidyamandir (H.S)
2nd Summative Evaluation 2024
Time : 50 Mins. Class - VI Sub. - Bengali F.M.-25
2nd Summative Evaluation 2024
Time : 50 Mins. Class - VI Sub. - Bengali F.M.-25
১। বহু বিকল্পীয় প্রশ্ন (যেকোন দুটির উত্তর দাও) :- ১x২=২
ক) দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের – (পুরুষেরা / মেয়েরা / বালকেরা)।
খ) রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখ (বাংলা / অসমিয়া / ওড়িয়া)।
গ) গোপালদের বাগানে কোন গাছটি ছিল – (জাম / আম / লিচু)।
২। অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (যেকোন ছয়টি) :- ১X৬=৬
ক) ‘ধান’শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
খ) সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত?
গ) পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল?
ঘ) ওপারের লোক কেন এ পারেতে আসে ?
৫) বসুধারা ব্রত কোন ঋতুতে হয় ?
চ) হ-য-ব-র-ল শব্দের অর্থ কি?
ছ) কাকে দেখে বোঝা যাচ্ছিলনা সে মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত?
৩। কয়েকটি বাক্যে উত্তর দাও (যেকোন তিনটি) :- ৩x৩=৯
ক) আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল?
খ) পাতা মাছের কী প্রয়োজনে লাগে?
গ) বাঘছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল ?
ঘ) উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো ।
৪। যেকোন চারটি প্রশ্নের উত্তর দাও :- ১ x8=8
ক) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ লেখো : নিত্য / নৃত্য ।
খ) উপসর্গযোগে শব্দ তৈরী করো (একটি করে) :- সুকু।
গ) বিভক্তি কয়প্রকার ও কি কি?
ঘ) সন্ধিবিচ্ছেদ করো : প্রত্যেক।
ঙ) দুটি অনুসর্গের উদাহরণ দাও ?
৫। অনুচ্ছেদ রচনা করো (একটি) :- 8
স্বামী বিবেকানন্দ, আমার বিদ্যালয় ।
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ”Class 6 Bengali Second Unit Test Question 2024 | ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্নপত্র” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Linktaka.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।