Class 10 History Second Unit Test Suggestion 2024 | দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র
Class 10 History Second Unit Test Suggestion 2024 – এখানে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
শ্রেণী (Class) | দশম শ্রেণী (Class 10th) |
পরীক্ষা (Exam) | দ্বিতীয় ইউনিট টেস্ট (2nd / Second Unit Test) |
বিষয় (Subject) | ইতিহাস (History) |
[Post সম্পর্কে কোন পরামর্শ বা অনুরোধ বা অন্য কোন বক্তব্য থাকলে নীচে কমেন্ট বক্সে জানাতে পারো না হলে সরাসরি আমাকে মেসেজ করতে পারো]
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি থেকে যদি আপনি লাভবান হন তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। যেকোন প্রশ্নের উত্তর জানতে এই ওয়েবসাইটি ফলো করুন এবং নিজেকে তথ্যসমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
ইতিহাস
সংঘবদ্ধতার গোড়ার কথা
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
2| ব্যঙ্গ চিত্র কেন আঁকা হয়?
3| ল্যান্ড হোল্ডর্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
4| সভাসমিতির যুগ বলতে কি বোঝ?
5| হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী?
2| আনন্দ মঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
3| ১৮৫৭ এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায়?
4| ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
5| উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| দেশপ্রেমের বিকাশে বঙ্কিম চন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কি ছিল?
2| সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দ) চরিত্র বিশ্লেষণ করো।
3| উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো।
বিকল্প চিন্তা ও উদ্যোগ
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
2| বেঙ্গল গেজেট কে? কবে প্রকাশ
3| মুদ্রনশিল্প কিভাবে জাতীয় চেতনা গড়ে তুলতে সাহায্য করে?
4| ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত কি ছিল?
5| ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ভূমিকা আলোচনা করো।
2| বিশ্ব ভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাবিস্তার পরিচয় দাও।
3| কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কি ছিল?
4| শ্রীরামপুর মিশন কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
5| বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করো।
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
2| রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনে ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
3| বাংলায় ছাপাখানার উদ্ভবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানা বিকাশের প্রাথমিক পর্যায় ব্যাখ্যা করো।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| মোপলা কারা? তারা কোথায় বিদ্রোহ করেছিল?
2| আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন?
3| মিরাট ষড়যন্ত্র মামলা কী?
4| শ্রমিক শ্রেণির বড়ো অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন?
5| কে। কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?
6| বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝ?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| ভারতছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির কি অবদান ছিল?
2| ভারতের কমিউনিস্ট পার্টিতে মানবেন্দ্রনাথ রায়ের অবদান মূল্যায়ন করো।
3| সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ভারতের শ্রমিক ও অন্যান্য শ্রেণির ভূমিকা কি ছিল?
4| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির ভূমিকা আলোচনা করো।
5| সারা ভারত কিষানসভা সম্পর্কে আলোচনা করো।
6| তেভাগা আলন্দোলনের চরিত্র উল্লেখ করো।
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2| বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
3| আইন অমান্য আন্দোলনে ভারতীয় শ্রমিকদের ভূমিকা কি ছিল?
সংঘবদ্ধতার গোড়ার কথা
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
2| ব্যঙ্গ চিত্র কেন আঁকা হয়?
3| ল্যান্ড হোল্ডর্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
4| সভাসমিতির যুগ বলতে কি বোঝ?
5| হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী?
2| আনন্দ মঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
3| ১৮৫৭ এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায়?
4| ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
5| উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| দেশপ্রেমের বিকাশে বঙ্কিম চন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কি ছিল?
2| সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দ) চরিত্র বিশ্লেষণ করো।
3| উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো।
বিকল্প চিন্তা ও উদ্যোগ
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
2| বেঙ্গল গেজেট কে? কবে প্রকাশ
3| মুদ্রনশিল্প কিভাবে জাতীয় চেতনা গড়ে তুলতে সাহায্য করে?
4| ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত কি ছিল?
5| ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ভূমিকা আলোচনা করো।
2| বিশ্ব ভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাবিস্তার পরিচয় দাও।
3| কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কি ছিল?
4| শ্রীরামপুর মিশন কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
5| বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করো।
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
2| রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনে ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
3| বাংলায় ছাপাখানার উদ্ভবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানা বিকাশের প্রাথমিক পর্যায় ব্যাখ্যা করো।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
1| মোপলা কারা? তারা কোথায় বিদ্রোহ করেছিল?
2| আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন?
3| মিরাট ষড়যন্ত্র মামলা কী?
4| শ্রমিক শ্রেণির বড়ো অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন?
5| কে। কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?
6| বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝ?
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]
1| ভারতছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির কি অবদান ছিল?
2| ভারতের কমিউনিস্ট পার্টিতে মানবেন্দ্রনাথ রায়ের অবদান মূল্যায়ন করো।
3| সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ভারতের শ্রমিক ও অন্যান্য শ্রেণির ভূমিকা কি ছিল?
4| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির ভূমিকা আলোচনা করো।
5| সারা ভারত কিষানসভা সম্পর্কে আলোচনা করো।
6| তেভাগা আলন্দোলনের চরিত্র উল্লেখ করো।
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]
1| প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2| বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
3| আইন অমান্য আন্দোলনে ভারতীয় শ্রমিকদের ভূমিকা কি ছিল?
ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা
2024 সালের দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। Team Linktaka বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি আগামী পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে।
*** তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে পরীক্ষা প্রস্তুতির জন্য পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক।
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 10 History Second Unit Test Suggestion 2024 | দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Linktaka.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।