• You MUST read the Linktaka Rules before making your first post otherwise you may get permanent warning points or a permanent Ban.

    Our resources on Linktaka Forum are AUTHENTIC and SAFE. This Website also help students for all types of Competitive Exams and studies. Our mission is all the subject information reach to students through Internet. All resources are double checked by our experts. We hope you enjoy our service as much as we enjoy offering them to you "Enjoy your presence on Linktaka".

  • Why can't I download resources?

    We get asked this question frequently, and here's are common reasons why you can't download:

    • You've reached your download quota for today; try again tomorrow!
    • You have not yet verified your account.
    • If you register, you can download only 15 resources in a day.
    • If you are not registered, you can download only 5 resources in a day.

    If the issue still persists, then please ask in the forums or for a support ticket!

Hello Friends,
আজ ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ তালিকা pdf টি আপনাদের সাথে শেয়ার করছি। যেটিতে ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ জলপ্রপাত এর নাম, তাদের উচ্চতা এবং সেগুলি কোন রাজ্যে, কোন নদীতে অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।। যেমন:- কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।​

List of indian Famous Waterfalls in Bengali​


নীচের পোস্টে ভারতে অবস্থিত সমস্ত জলপ্রপাতের উচ্চতা, অবস্থান এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য খুঁজুন। নীচের post UPSC, SSC, NDA ইত্যাদির মতো বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীদের জন্য সহায়ক হবে।​

List of indian famous waterfalls in bengali pdf download

List of different waterfalls in India (ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা):​


জলপ্রপাতউচ্চতা (মিটার)অবস্থানসংশ্লিষ্ট নদী
কুঞ্চিকল (উচ্চতম)455কর্ণাটকবারাহি
গেরসোপ্পা/যোগ*253কর্ণাটকসরাবতী
চাঁচাই130মধ্যপ্রদেশবিহাদ
কেওতি98মধ্যপ্রদেশমাহানা
শিবসমুদ্রম98কর্ণাটককাবেরী**
রাকিম কুন্ড168রোহতাস মালভূমি,বিহারগয়ঘাট
হুড্রু98ঝাড়খন্ডসুবর্ণরেখা
তিরথগড়91ছত্রিশগড়সাঙ্গের
ধুয়াধর30মধ্যপ্রদেশনর্মদা
উশ্রী12ঝাড়খন্ডউশ্রী
দুধসাগর310গোয়া ও কর্ণাটক সীমান্তমান্ডবী
রাজরাপ্পা9ঝাড়খন্ডভৈরবী

** অনেক অনেক ক্ষেত্রে বজরাই জলপ্রপাতকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। একটি ঝাঁপের(plunge type) ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো নহকালিকাই জলপ্রপাত। এটি মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত।​


প্রশ্নোত্তরে ভারতের বিভিন্ন জলপ্রপাতঃ​


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জলপ্রপাত -
উত্তরঃ চাঙ্গে জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, পাগলাঝোরা জলপ্রপাত প্রভৃতি।

প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।

প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।

প্রশ্নঃ ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ নর্মদা ,মধ্যপ্রদেশ।

প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ সরাবতী।

প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।

প্রশ্নঃ কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

প্রশ্নঃ হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ সুবর্ণরেখা নদী।

প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ কাবেরী।

প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।

প্রশ্নঃ যোগ জলপ্রপাতের উচ্চতা কত ?
উত্তরঃ ২৫৩ মিটার।

প্রশ্নঃ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃ কুঞ্চিকল।

Read More(আরো পড়ুন):- প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা PDF

Important Waterfalls in India​

Throughout a stream or waterway, a cascade is where water runs over an upward drop or a progression of sharp drops. Besides, cascades should be visible where meltwater pours out over an ice rack or an even ice sheet's edge. cascades assume a huge part in controlling the spread of lotic species like fish and sea-going spineless creatures. Contrasts in trophic systems above and beneath cascades can result from the presence or absence of explicit species, which can have flowing natural ramifications. A couple of sea-going bugs are likewise specialists in the cascade's normal environmental elements.​
 

Attachments

  • ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাতসমূহ.pdf
    70 KB · Views: 1

Latest resources

AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock