Hello Friends,
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জলপ্রপাত -
উত্তরঃ চাঙ্গে জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, পাগলাঝোরা জলপ্রপাত প্রভৃতি।
প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।
প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।
প্রশ্নঃ ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ নর্মদা ,মধ্যপ্রদেশ।
প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ সরাবতী।
প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
প্রশ্নঃ কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
প্রশ্নঃ হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ সুবর্ণরেখা নদী।
প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ কাবেরী।
প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।
প্রশ্নঃ যোগ জলপ্রপাতের উচ্চতা কত ?
উত্তরঃ ২৫৩ মিটার।
প্রশ্নঃ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃ কুঞ্চিকল।
Read More(আরো পড়ুন):- প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা PDF
আজ ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ তালিকা pdf টি আপনাদের সাথে শেয়ার করছি। যেটিতে ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ জলপ্রপাত এর নাম, তাদের উচ্চতা এবং সেগুলি কোন রাজ্যে, কোন নদীতে অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।। যেমন:- কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।
List of indian Famous Waterfalls in Bengali
নীচের পোস্টে ভারতে অবস্থিত সমস্ত জলপ্রপাতের উচ্চতা, অবস্থান এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য খুঁজুন। নীচের post UPSC, SSC, NDA ইত্যাদির মতো বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীদের জন্য সহায়ক হবে।
List of different waterfalls in India (ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা):
জলপ্রপাত | উচ্চতা (মিটার) | অবস্থান | সংশ্লিষ্ট নদী |
কুঞ্চিকল (উচ্চতম) | 455 | কর্ণাটক | বারাহি |
গেরসোপ্পা/যোগ* | 253 | কর্ণাটক | সরাবতী |
চাঁচাই | 130 | মধ্যপ্রদেশ | বিহাদ |
কেওতি | 98 | মধ্যপ্রদেশ | মাহানা |
শিবসমুদ্রম | 98 | কর্ণাটক | কাবেরী** |
রাকিম কুন্ড | 168 | রোহতাস মালভূমি,বিহার | গয়ঘাট |
হুড্রু | 98 | ঝাড়খন্ড | সুবর্ণরেখা |
তিরথগড় | 91 | ছত্রিশগড় | সাঙ্গের |
ধুয়াধর | 30 | মধ্যপ্রদেশ | নর্মদা |
উশ্রী | 12 | ঝাড়খন্ড | উশ্রী |
দুধসাগর | 310 | গোয়া ও কর্ণাটক সীমান্ত | মান্ডবী |
রাজরাপ্পা | 9 | ঝাড়খন্ড | ভৈরবী |
** অনেক অনেক ক্ষেত্রে বজরাই জলপ্রপাতকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। একটি ঝাঁপের(plunge type) ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো নহকালিকাই জলপ্রপাত। এটি মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত।
প্রশ্নোত্তরে ভারতের বিভিন্ন জলপ্রপাতঃ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জলপ্রপাত -
উত্তরঃ চাঙ্গে জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, পাগলাঝোরা জলপ্রপাত প্রভৃতি।
প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।
প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বারাহি নদীতে।
প্রশ্নঃ ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ নর্মদা ,মধ্যপ্রদেশ।
প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ সরাবতী।
প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
প্রশ্নঃ কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
প্রশ্নঃ হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ সুবর্ণরেখা নদী।
প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ কাবেরী।
প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।
প্রশ্নঃ যোগ জলপ্রপাতের উচ্চতা কত ?
উত্তরঃ ২৫৩ মিটার।
প্রশ্নঃ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃ কুঞ্চিকল।
Read More(আরো পড়ুন):- প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা PDF
Important Waterfalls in India
Throughout a stream or waterway, a cascade is where water runs over an upward drop or a progression of sharp drops. Besides, cascades should be visible where meltwater pours out over an ice rack or an even ice sheet's edge. cascades assume a huge part in controlling the spread of lotic species like fish and sea-going spineless creatures. Contrasts in trophic systems above and beneath cascades can result from the presence or absence of explicit species, which can have flowing natural ramifications. A couple of sea-going bugs are likewise specialists in the cascade's normal environmental elements.